
"যে ব্যক্তি জ্ঞানের সন্ধানে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।"
- সহীহ মুসলিম, হাদিস নম্বরঃ ২৬৯৯
"তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম, যে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।"
- সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৫০২৭
"যে ব্যক্তি ভালো কিছু জানে, আর তা গোপন রাখে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে।"
- সুনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ৩৬৫৮
"আল্লাহ যাকে কল্যাণ দিতে চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন।"
- সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ৭১
"বুদ্ধিমান সেই, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে।"
- সুনান তিরমিযী, হাদিস নম্বরঃ ২৪৫৯